চীন দেশে একবার এক লোক বল্লম ও ঢাল বিক্রি করছিল। সে দাবী করল,আমার কাছে এমন এক বল্লম আছে যা যে কোন কিছু ভেদ করতে পারে। সে আবার দাবী করল, আমার কাছে এমন এক ঢাল আছে যা যে কোন কিছু ঠেকিয়ে দিতে পারে। এ শুনে,এক চতুর কিশোর গিয়ে তাকে বলল,আমি যদি এই বল্লম দিয়ে এই ঢালে আঘাত করি,তাহলে কী হবে?

এ থেকেই 'জিজিয়াং মাওদুং' বা 'স্ব-বিরোধী' (Self-contradictory) পরিভাষাটির উদ্ভব।